রূপগঞ্জবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত গাজী

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)কে ৩য় বারের মতো জয়ী হওয়ায় নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার দিন ব্যপী নেতাকর্মীরা রূপসী গাজী ভবনে ভিড় জমান। দুপুরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহিন মোল্লা, দিল মোহাম্মদ দিলু, এমদাদুল হক মোল্লা, মোশারফ হোসেন, মনির হোসেন, জাহাঙ্গীর মিয়া, নজরুল ইসলাম প্রমুখ।

শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষকে ভালবাসা ও সুখে-দুখে থাকার কারনেই আজ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বিপুল ভোটের ব্যবধানে ৩য় বারের মতো সংসদ সদস্য হয়েছেন।

ফুল দিতে আসা নেতাকর্মীরা বলেন, গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)কে মন্ত্রী হিসেবে দেখতে চায় রূপগঞ্জবাসী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments