রূপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মিয়া (২৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরাব খালপাড় এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল মিয়া তারাব দক্ষিনপাড়া এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান জানান, জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে বরাব, তারাব, বিশ^রোড এলাকায় মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে খবর ছিল। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক বেচা-কেনার সময় জুয়েল মিয়াকে ১০২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।