রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের তারাব পৌরসভার পবনকুল এলাকার মীরবাগিচা ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
বুধবার (৬ মার্চ) দুপুরে মীরবাগিচা ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর অংশগ্রহণকারী ৫০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ড.আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন বি এম আতিকুর রহমান আতিক। বিশেষ আলোচক ছিলেন আমানউল্লাহ আমান, মোশাররফ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খাঁন, মনির হোসেন, মতিউর রহমান, এনামুল হক রতন, মুলজার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।