রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভার বরপা এলাকায় মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও দুই শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকালে এ সংবর্ধনা দেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলা পরিষদ ও তারাব পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোস্তাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলার্মিষ্ট, লেখক, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম । আরো উপস্থিত ছিলেন, তারাব পৌর সভার ৬ নং ওর্য়াডের কমিশনার আলহাজ¦ আশরাফুল ইসলাম, অত্র স্কুলের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মুনসুর আলী শিকদার প্রমুখ। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।