লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্ততকালে কুখ্যাত ডাকাত সর্দার রুবেলসহ ৩জনকে দেশীও অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে রূপগঞ্জ থানাধীন গঙ্গানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রুবেল মিয়া (২৮), মোঃ আলী হোসেন (২৫) ও মোঃ শাকিল মিয়া (২১)। তাদের কাছ থেকে ২টি রামদা, ১টি লোহার ছুরি, ১টি চাপাতি, ২টি হেস্কো ব্লেড ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য, তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ এবং ঢাকা সহ দেশের বাজার এলাকায় অবস্থিত ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে। এদিকে, রূপগঞ্জের মুড়াপাড়া বাজারে অবস্থিত এডিভল অয়েল লিমিটেড এ ডাকাতি প্রস্ততকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব-১১ এর সহকারি পরিচালক (এএসপি) রেজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।