স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সিটি ইকোনোমিক জোনকে কেন্দ্র করে এখানে একটি নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরী হয়েছে। মানুষের পদচারনা বাড়ায় অনেকে বাড়ি ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করার সুযোগ পেয়েছ।
বুধবার (৩ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইকোনোমিক জোন উদ্বোধনের পর একথা বলেন পাট ও বন্ত্র মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য গোলাম দন্তগীর গাজী।
এসময় সিটি গ্রুপের ইকোনমিক জোনে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান ফজলুর রহমান, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহহাজান ভ্ইুয়া, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম মমোসহ সিটি গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা।
মন্ত্রী জানান, সিটি গ্রুপের চেয়ারম্যান তার শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার শুরুতেই এখানে ব্যক্তিগত অর্থায়নে ১১ কোটি টাকা ব্যয়ে সিটি ইকোনোমিক জোনের সামনের চার লেনের রাস্তাটি নির্মান করেছিলেন। এই রাস্তা দিয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব যানবাহনের পাশাপাশি অন্যান্য শিল্প প্রতিষ্ঠন ও সাধারণ মানুষের যানবাহনও চলাচল করছে। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনদূর্ভোগ সৃষ্টি হচ্ছে। মন্ত্রী জানান, এডিবির মাধ্যমে এই সড়কটির আধুনিক সংস্কার কাজের দরপত্র হয়ে গেছে। শীঘ্রই সড়কটি সংস্কারের কাজ শুরু হবে। আর কাউকে দূর্ভোগ পোহাতে হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।