রূপগঞ্জে পুলিশের উপর হামলা চেষ্টা, গ্রেফতার ১

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে শ্রমিকদের বন্দিদশা থেকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা পুলিশের হামলার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মঞ্জুর হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এসময় অনিক নামে এক হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত বুধবার সকালে উপজেলার ইছাপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত অনিক উপজেলা বাড়িয়াছনী ডাক্তারবাড়ি এলাকার সুমন মিয়ার ছেলে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি অনিককে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।