স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পৃথক ২টি মাদক মামলায় ২ জনকে ১ দিন করে রিমান্ডে নিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলেন- পিতলগঞ্জ এলাকার মৃত. আরজু মিয়ার ছেলে মো. পনির মিয়া (৪২) ও তারাব দক্ষিণপাড়া এলাকার মৃত. আতাউর রহমানের ছেলে মো. জুয়েল (২৫)।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে আসামীদেরকে মাদক মামলার অপরাধে ৭ ও ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাওসার আলম এর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এহাজার সূত্রে জানা যায়, ১৯ মার্চ রাত সাড়ে ১০ টায় আসামী মো. পনির মিয়ার নিজ বাড়ীর সামনে মাদক বিক্রি সময়ে এবং আসামী মো. জুয়েল রাত সাড়ে ৩ টায় বরাব খালপাড় কাঁচা রাস্তার উপরে মাদক বিক্রির সময়ে পুলিশের নিক হাতে-নাতে গ্রেফতার হয়। সে সময় তাদের দেহ তল্লাশি করে মো. পনির মিয়া এর নিকট থেকে ১’শ পিস ও মো. জুয়েল এর নিকট থেকে ১’শ ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে প্রমাণ মেলে যে তারা মাদক ব্যবসার সাথে জড়িত। তাই মাদক মামলার অপরাধে আসামীদের ১ দিন করে রিমান্ডে নিচ্ছে পুলিশ।
এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মাদক দমনের লক্ষে আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ১ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত।