লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। পরে বিয়ে না করায় ওই লম্পটের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ধর্ষিতা। মামলার আসামিদের পুলিশ গ্রেফতার না করায় নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে ওই নারী।
এ বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকায়।
অভিযোগকারী নারী জানান, তাদের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানার আড়াজিয়া এলাকায়। পারিবারিক অভাব-অনটনের কারণে তিনি ঢাকার সাভারের হেমায়েতপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন। বছর খানেক আগে ওই নারী রূপগঞ্জের চারিতালুক এলাকায় তার মায়ের কাছে চলে আসেন। এরপর চারিতালুক এলাকার পনির ভুঁইয়ার ছেলে সোহাগ তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সোহাগ বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার বার ওই নারীর সাথে মেলামেশা করে। পরে ওই নারী তাকে বিয়ে করার জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করেন। পরে ওই নারী বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার পর আসামি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাকে গ্রেফতার করছে না। গতকাল সোমবার দুপুরে রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে এসে মামলার আসামিকে গ্রেফতারের দাবি জানান তিনি।
এ বিষয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল আলম বলেন, মামলাটির তদন্ত চলছে।