রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ফেন্সিডিল ও চোলাই মদসহ রমজান ও মামুন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবারবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার যাত্রামুড়া ও ইছাখালী ব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রমজান দিঘীবরাব এলাকার হারুন শেখের ছেলে ও মামুন কায়েতপাড়া ইউনিয়নের মালিটেকের সোলাইমান মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার এএসআই মোস্তাক আহম্মেদ জানান, রমজান ও মামুন মিয়া উপজেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও চোলাই মদের ব্যবসা করে আসছে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রমজান মিয়াকে ৩০ বোতল ফেন্সিডিল ও মামুনকে ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এসময় রমজানের দুই সহযোগী মামুন ও মনির পালিয়ে যায়।