রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইংরেজী নববর্ষের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
মুড়াপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন, ৩য় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান, শিক্ষা অফিসার জাহেদা আক্তার।
অপরদিকে, হাজী মোহাম্মদ এখলাছ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে বই উৎসবে উপস্থিত ছিলেন, গ্রেজেটভুক্ত সমাজ সেবক লায়ন মোজাম্মেল হক ভুইয়া, শিক্ষক জিয়াউর রাশেদ, ফরহাদুল ইসলাম। লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলে বই বিতরণ করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ফরহাদ ভুইয়া।