রূপগঞ্জে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের হস্তক্ষেপে একটি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকালে ভুলতা ইউনিয়নের ভায়েলা মিয়াবাড়ী এলাকায় বাল্য বিয়েটি বন্ধ করে দেয়া হয়।

ইউএনও মমতাজ বেগম জানান, শুক্রবার দুপুরে ভায়েলা মিয়াবাড়ী এলাকার শফিকুল ইসলামের মেয়ে স্বপ্নাকে হরিনা এলাকার শাহজাহান গাজীর ছেলে সবুজের সঙ্গে বিয়ে দেয়ার আয়োজন করা হয়। স্বপ্না আক্তার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

শুত্রবার সকালে বিয়ে বাড়িতে প্রশাসনের লোকজন পাঠিয়ে বর ও কনে পক্ষকে ডাকা হয়। এসময় বাল্য বিয়ের বিষয়টি তাদের বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেন ইউএনও। এছাড়া পুর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে অঙ্গীকারও করেন বর ও কনে পক্ষের অভিভাবকরা।