লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে রূপগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলার মঠেরঘাট ভূমি অফিসের সামনে এ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আমানউল্লাহ, কানুনগো কামরুল হাসানসহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ১৯ মে হতে ২২ মে পর্যন্ত সেবাগ্রহীতাদের ভূমিসেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ, নির্দেশনা প্রদান করা হবে।