রূপগঞ্জে রফিক-মোশাররফ সমর্থকদের ব্যাপক সংঘর্ষ

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের কায়েতপাড়ায় আবারো রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের সমর্থক সাথে সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন সমর্থক ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ইউনিয়নের নাওড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাজুড়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, অস্ত্র প্রদর্শন, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের রূপগঞ্জ ও ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

খবর পেয়ে থানা ও ডিবি পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় র‍্যাব, পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিন নারীকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানায় সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. আবির হোসেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি ডিবি ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭-৮ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. আবির হোসেন বলেন, সংঘর্ষে অস্ত্র প্রদর্শনকারীদের গ্রেফতার করতে গেলে এলাকার নারীরা পুলিশের ওপর হামলা করে ও বাধা সৃষ্টি করে। ছবি দেখে তিন নারীকে চিহ্নিত করে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।