রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের (প্রভাতী) বাসের চাকায় পিষ্ট হয়ে হেলাল উদ্দিন (৪০) নামের এক লেগুনা চালক নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকার গাউছিয়া কাঁচাবাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার ছাদুক আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হেলাল উদ্দিন পুরিন্দার উদ্দেশ্যে লেগুনার যাত্রী ডাকাডাকি করছিলেন মহাসড়কে দাঁড়িয়ে। এসময় (প্রবাতী) বাসের বক্সের মালামাল নামানোর সময় বক্সের ঢাকনা নালাগিয়ে বাস ড্রাইভার গাড়ি চালালে হেলাল উদ্দিন বাসের বক্সের ঢাকনার সাথে ধাক্কা লেগে ছিটকে বাসের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান তিনি।
কাঁচপুর হাইওয়ে থানার এস.আই আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ( প্রভাতী ) বাসের ড্রাইভার নুর নবিকে আটক করা হয় ও বাসটি জব্দ করা হয়।