রূপালী ব্যাংকের উদ্যোগে এতিমদের মাঝে শীত বস্ত্র বিতরণ

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ছোট বিনাইরচর ইমদাদুল উলুম ফয়জিয়া মাদ্রাসা ও এতিমখানায় অসহায় গরীব, মাদ্রাসার এতিম ছাত্রদের কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) রূপালী ব্যাংক লি. এর অর্থায়নে মাদ্রাসা প্রাঙ্গনে কম্বল বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কার্যক্রমে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মানণীয় সংসদ সদস্য নারায়নগঞ্জ-২ (আড়াইহাজার) নজরুল ইসলাম বাবু এমপি। প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন, রূপালী ব্যাংক লি. পরিচালক আ. বাছেত খান অত্যান্ত ভাল লোক। তার প্রচেষ্টায় আজ রূপালী ব্যাংকের মাধ্যমে দরিদ্র মানুষ শীত থেকে বাঁচতে কম্বল দিয়ে শীত নিবারন করতে পারবে। মো. আ. বাছেত খান ও তার পরিবারের জন্য দোয়া রইল। এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যহত রাখতে আমি আপনাদের পাশে আছি এবং পাশে থেকে কাজ করতে চাই।

কার্যক্রমে রূপালী ব্যাংক লি. পরিচালক জানাব মো. আ. বাছেত খান বলেন, শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘব করাই এই কর্মসূচীর উদ্দ্যেশ্য। এ কর্মসূচি এবারই আমার এলাকায় প্রথম শুরু করেছি। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments