স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: কে কি হতে চান? কি ভাবে হবেন? প্রতিটি মানুষকে এমন কঠিন সিদ্ধান্ত গুলো নিতে হয় শিক্ষা জীবন থেকেই। কিন্তু বেশির ভাগ মানুষই এ সিদ্ধান্ত নিতে ভুল করেন, সিদ্ধান্ত নিয়েও কলা কৌশলের কারণে ব্যর্থ হন অনেকে। তবে এবার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিক্ষার্থীদের শেখানো বা জানানোর দায়িত্ব নিয়েছে ফিউচার আইকন লিমিটেড।
শনিবার (৯ মার্চ) নগরীর নারায়ণগঞ্জ কলেজে সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মশালা চলে। এতে কলেজের প্রায় ৫ শতাধিক
শিক্ষার্থী জেনে নেন নিজের জীবনের ‘ফিউটার আইকন’।
একে অপরের সাথে পরিচয় পর্বের মধ্যে দিয়ে প্রশিক্ষণের মূল কার্যক্রম শুরু হয় সকালে। প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে শেষ
অবধি প্রশিক্ষণার্থীগণ ছিলেন উৎফুল্ল ও প্রাণবন্ত। দুপুর দেরটা পর্যন্ত এ কর্মশালা চলে। এ দীর্ঘ সময়ে ৪ ধাপে ক্লাস নেন
ফিউচার আইকন লিমিটেড এর সদস্যরা।
ফিউচার কী? জীবনে ফিউচারের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয় তুলে ধরেন সংস্থাটির পরিচালক জিয়া
উদ্দিন মাহামুদ। ফিউচার আইকনের আরেক পরিচালক আসিফ রাজ্জাক তুলে ধরেন ইংরেজী ভাষা শেখার গুরুত্ব, ব্যবস্থাপনা
পরিচালক চৌধুরী আসিফ তুলে ধরেন পড়ালেখার পাশা-পাশি বাহিরের অভিজ্ঞতা অবলম্বন সম্পর্কে। এছাড়াও ফিউচার
আইকনের সিও ইউসুফ ইপ্তি তুলে ধরেন কলা-কৌশল প্রয়োগের বিভিন্ন বিষয়।
ফিউচার আইকনের সিও ইউসুফ ইপ্তি লাইভ নারায়ণগঞ্জকে জানান, বর্তমান নতুন প্রজন্ম কী ভাবে যুগের সাথে তাল মিলিয়ে
চলবে? সে সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা, বিভিন্ন ধারণা ও কলা-কৌশল তুলে ধরে তাদের মেধাকে বৃদ্ধি ও লক্ষ্য স্থির
করাই আমাদের মূল্য উদ্দেশ্য। আমাদের প্রচেষ্টা বাংলাদেশের ৬৪ টি জেলাতেই পৌছে দিতে চাই। আমাদের দিক-নির্দেশনা
গুলি মেনে চললে শিক্ষার্থীরা শিক্ষা জীবনের সাথে সাথে কর্ম জীবনেও আনতে পারবে সফলতা।