লবণ বোঝাই ট্রাকে ৬ হাজার ইয়াবা, আটক ৩

 

শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, আটককৃতরা কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা থেকে ট্রাকে লবণ বোঝাই করে ঢাকার মিরপুরের দিকে যাচ্ছিল। তারা লবণের বস্তা ও ট্রাকের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে তা সরবরাহ করত। তারা দীর্ঘদিন ধরে ঢাকার কেরানীগঞ্জের এক ইয়াবা ডিলারের ইয়াবা পরিবহন করে আসছে এবং ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পরিবহন করে থাকে বলে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।