ক্রীড়া করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সব ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ণ হলো রেইনবো এ্যাথলেটিক ক্লাব। অধিনায়ক এমইচ ধ্রুব ও আবু সাইদের ব্যাটের উপর ভর করে তারা ৬ উইকেটে হারিয়েছে সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমীকে।
সোমবার (৬ মার্চ) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ৭ম রাউন্ডের তৃতীয় ম্যাচ হেরে লীগ শেষ করলো সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী।
সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী ২২২ রান তোলে ৪৮.১ ওভারে। প্রায় সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন সিদ্ধিরগঞ্জের মাহবুর হোসেন। ৯৪ রানে তিনি কট বিহাইন্ড হয়ে ফিরেন। কাওসার ফিরেন ২৮ রান করে। নাদির করেন ২৩ রান। সাব্বির ও আসাদুজ্জামান ১৯ রানে। সোহান ও সাজু আউট হন ১২ রানে। রেইনবোর তন্ময় ৪টি রাকিব ৩টি এবং আবু সাইদ ২টি করে উইকেট পান।
২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার দ্রুতই আউট হয়ে যায়। মাঠে নামেন অধিনায়ক ধ্রুব ও আবু সাইদ। এই জুটিতে রান আসে ১৬২ রান। আবু সাইদ দুর্ভাগ্যজনকভাবে ৮৩ রানে ফিরে যান। কিন্তু ধ্রুব সেঞ্চুরি তুলে নেন। ১০৩ রানে অপরাজিত থাকেন এই মিডলঅর্ডার। ইমন করেন ১৯ রান। সজল ফিরেন ১৬ রানে। সিদ্ধিরগঞ্জের নিরঞ্জন,মাহবুর ও আসাদুজ্জামান ১টি করে উইকেট পান। ৪ উইকেট খুইয়ে রেইনবো জয় নিয়ে মাঠ ছাড়ে।
সংক্ষিপ্ত স্কোরঃ
সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী: ২২২/১০ (৪৮.১ ওভার) মাহবুর-৯৪, কাওসার-২৮, নাদির-২৩, সাব্বির- ১৯, আসাদুজ্জামান-১৯, সোহান-১২, সাজু-১২। অতিরিক্ত-১৩। তন্ময়-৪/৪৩, রাকিব-৩/৪৮, আবু সাইদ-২/৩৩।
রেইনবো এ্যাথলেটিক ক্লাব: ২২৩/৪ (৩৮.৪ ওভার) ধ্রুব-১০৩, আবু সাইদ-৮৩, ইমন-১৯, সজল-১৬। অতিরিক্ত-৮। নিরঞ্জন, মাহবুর ও আসাদুজ্জামান ১টি করে উইকেট পান।