লুৎফর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: দুর্নীতির অভিযোগে ব্যবসায়ী ও আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক লুৎফর রহমান বাদল ও তার স্ত্রী সোমা আলম রহমানে বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।

মবার (১৮ ফেব্রুয়ারি) ৯২ কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই চার্জশিট অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা গেছে, ২০১৭ সালের ২৮ মে দুদকের উপপরিচালক শেখ আবদুস সালাম বাদী হয়ে আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক লুৎফর রহমান বাদলের বিরুদ্ধে মামলা করে। এর পরদিন ২৯ মে তার স্ত্রী সোমা আলমের নামে রমনা থানায় আরেকটি মামলা দায়ের করা হয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দুটি করা হয়।

আরো জানা গেছে, দুদক ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর মহানগর স্পেশাল জজ আদালতের কাছে লুৎফর রহমান বাদল ও তার স্ত্রীর সম্পদ জব্দ করার আবেদন করে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি আদালত সম্পত্তি জব্দ করার নির্দেশ দেন। এর পরই অনুসন্ধানে নেমে অনিয়মের সত্যতা পায় দুদক।