লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে শেষ হলো চ্যানেল জিরো’তে প্রচারিতব্য শর্টফিল্ম ‘‘জীবন যখন যেমন’’এর চিত্রগ্রহণ।
শনিবার মদনগঞ্জ লাল জিউর আখড়ায় এর সর্বশেষ চিত্রায়ণ করা হয়।
প্রবীণ নাট্যকার মীর আনোয়ার হোসেনের পরিচালনায় বর্তমান প্রেক্ষাপটের উপর নির্মিত শর্টফিল্মটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পরিচালক মীর আনোয়ার হোসেন, সাব্বির সেন্টু, রূপালী, মোহাম্মদ হোসেন, সৈকত রানা, রফিক, মানিক, দেলু, কমেডিয়ান মজিবর, খবির আহাম্মদ, জামালসহ আরো অনেকে।
বন্দরের সাবদী, দীঘলদী ও মদনগঞ্জসহ একাধিক লোকেশনে এটির চিত্রায়ণ করা হয়। চিত্রগ্রহণে ছিলেন এম আর হায়দার রানা চিত্রগ্রহণে সহায়তায় ছিলেন মো. সুজন। রূপসজ্জা ও সহকারি পরিচালনায় ছিলেন নাট্য পরিচালক পারভেজ শরীফ।