স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রাব্বী মিয়া সভার শুরুতে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘তাদের স্বপ্নের সোনার বাংলা আমাদের গড়তে হবে।’
উক্ত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস এবং ২৬শে মার্চ স্বাধীণতা দিবস উদযাপন নিয়ে গৃহীত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। এদের মধ্যে অন্যতম: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিশুদের নিয়ে র্যালি, জেলা প্রশাসকের কার্যালয়ে কেক কাটা, শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ১১-১৭ মার্চ নারায়ণগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের চিত্রাংকন অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন স্থানে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন করা।
এছাড়াও ২৬ মার্চ স্বাধীণতা দিবসে সকালে পুষ্পস্তবক অর্পণ, ৩১ বার তোপধ্বনি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সংবধনা, হাসপাতাল ও জেলখানায় উন্নতমানের খাবার বিতরণ, বিশেষ মোনাজাতও প্রার্থণা, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের তাৎপর্য ও উন্নয়ন অগ্রগতি’ শীর্ষক আলোচনা ইত্যাদি বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভায় আলোচনা করেন জেলা প্রশাসক রাব্বী মিয়া।
সভায় বাংলাদেশের সেতু মন্ত্রী ওবায়েদুল কাদেরের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থণা করেন জেলা প্রশাসক।
প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ মাসুম বিল্লাহ, পুলিশ সুপার হারুন অর রশীদ, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।