স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে বাংলাদেশ মহানগর হকার্সলীগ।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় চাষাঢ়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর হকার্স লীগ এর নারায়ণগঞ্জ শাখার নেতৃবৃন্দরা।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা। এসময় উপস্থিত ছিলেন হকার্স শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম মুন্সি, সহ সভাপতি মো. মহসিন সাধারণ সম্পাদক আলমগির হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক মো. আসাদ, এছাড়াও তাসিন,আব্দুল গনি, লিয়াকত হোসেন রানা, দুলাল মালাকার প্রমুখ।
শহীদ মিনারে নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের পুষ্প অর্পণ