স্টাফ করেস পন্ডেন্ট লাইভ নারায়ণগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, স্বাধীনতা সংগ্রামের সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত একেএম শামসুজ্জোহার ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে জেলা ও মহান আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় নগরীর মাসদাইর পৌর কবরস্থানে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
এসময় উস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু সর্বস্তরের নেতৃবৃন্দ।
একেএম শামসুজ্জোহা একাধারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, গণ পরিষদ সদস্য ও স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদ সদস্য। মুক্তিযুদ্ধের সময় ভারতের শরণার্থী শিবিরে তিনি ‘ত্রাণবন্ধু’ নামে পরিচিত ছিলেন। তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অপরাহ্নে পাক সেনাদের হাতে আটক বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে গিয়ে গুলিবিদ্ধ হন। তার মেঝ ছেলে বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান এমপি ও ছোট ছেলে একেএম শামীম ওসমান এমপি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিনভর নানা কর্মসূচি পালন করছেন।