লাইভ নারায়ণগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে একেএম শামীম ওসমান বিজয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর রুহুল আমিন মোল্লা । এনসিসির ৮নং ওয়ার্ডবাসির পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সোমবার (১ জানুয়ারী) এক শুভেচ্ছা বার্তায় জেলা যুবলীগের সদস্য ও এনসিসির ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে শামীম ওসমান এবং বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এজন্য নাসিক ৮নং ওয়ার্ড বাসির পক্ষে থেকে তাকে শুভেচ্ছা জানাই। আর এবিজয় সকল নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফসল। দলের নেতাকর্মীদের নিখাঁদ ভালোবাসা নিয়ে কাজ করার সুবাদেই এ বিজয় সম্ভবপর হয়েছে। তাই ওয়ার্ড বাসির পক্ষ থেকে সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।