স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত খান সাহেব ওসমান আলীর ছেলে ও সাংসদ শামীম ওসমানের চাচা মুক্তিযোদ্ধা আল মামুন সারোয়ার ননী আর নেই।
শুক্রবার (১মার্চ) রাত ১০টায় চাষাড়ার নিজ বাস ভবনে ঐতিহ্যবাহী বাইতুল আমানে শেষ নি:শ্বাস ত্যাগকরেন। (ইন্না….. রাজেউন)
আল মামুন সারোয়ার ননীদীর্ঘদিন ধরে অসুস্থায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ কছর। তিনি স্ত্রী, এক লেছে, দুই মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।