শামীম ওসমানের সমাবেশ: তৈরি হচ্ছে অস্থায়ী মঞ্চ, নগর জুড়ে ২‘শ মাইক

লাইভ নারায়ণগঞ্জ: নরীর ২নং রেল গেইটে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর তৈরি হচ্ছে শামীম ওসমানের ডাকা সমাবেশের অস্থায়ী মঞ্চ। এখানে দাড়িয়ে বক্তব্য দেবেন দলের শীর্ষ নেতাকর্মীরা।

বিকাল তিনটায় জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ইতিমধ্যে ২নং রেল গেইট এলাকায় নেতাকর্মীদের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের ২নং গেইট থেকে চাষাঢ়াগামী লেনটি বন্ধ করে ৪টি ট্রাকের মধ্যে অস্থায়ী মঞ্চ তৈরি হচ্ছে। সড়কেই বিছানো হচ্ছে চেয়ারও। এছাড়া নগরীর প্রতিটি সড়কেই প্রায় ২‘শ মাইক লাগানো হয়েছে।

জনসভায় ব্যাপক সমাগম ঘটানোর প্রস্তুতির কথা জানিয়ে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম বলেন, শান্তিপূর্ণ, সুন্দর ও ভালো জনসভা অনুষ্ঠিত হবে।

সমাজের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ রোদে এ সমাবেশ করার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। জনসভায় লক্ষাধিক লোক জনসমাগম ঘটবে।

দলীয় সূত্রে, শনিবার দুপুর ৩ টা থেকে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হলেও গত কয়েক দিন যাবতই রাত থেকে সার্বিক প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা। জনসভায় জনসমাগম ঘটাতে শামীম ওসমান অনুসারীরা নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। জেলা এবং মহানগর নেতাদের পাশাপাশি নগরীর আশপাশের উপজেলার নেতারাও এই জনসভায় অংশ নেবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments