স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘আওয়ামী পরিবার কে ধ্বংশের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ স্লোগানে একত্রিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে ইসদাইর অক্টো অফিস সংলগ্ন বাংলা ভবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক জরুরী কর্মী সভায় জেলার বিভিন্ন স্থান থেকে ট্রাকে ট্রাকে অংশ নিচ্ছে নেতাকর্মীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন সড়ক দিয়ে নেতাকর্মীরা যে যে ভাবে পারছে, সে সেই ভাবে আসছে সভাস্থলের দিকে। কেউ ট্রাকে, কেউ পায়ে হেটে। সকলেরই গন্তব্য ইসদাইর অক্টো অফিস সংলগ্ন বাংলা ভবন কমিউনিটি সেন্টার।
শামীম ওসমানের ডাকা জরুরী কর্মী সভায় আসছে ট্রাকে ট্রাকে মানুষ
শামীম ওসমানের ডাকা জরুরী কর্মী সভায় আসছে ট্রাকে ট্রাকে মানুষ
Geplaatst door Live Narayanganj op Zaterdag 6 april 2019
ইতোমধ্যেই সভাস্থলে উপস্থিত হয়েছেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক সকওয়াত আলী, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানসহ নেতাকর্মীরা।
সূত্র বলছে, গেল কয়েকদিন ধরেই শহরজুড়ে আলোচনায় ‘সাংসদ শামীম ওসমানের সাথে জেলা পুলিশ সুপারের দূরত্ব’। এরমধ্যে সাংসদের স্নেহভাজন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের নামে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন একই থানার ওসি (বিদায়ী) শাহ মঞ্জুর কাদের। এছাড়াও সাংসদের শ্যালক তানভীর আহম্মেদ টিটুকে মেরী এন্ডারসনে মাদক ব্যবসার পৃষ্ঠপোষক হিসেবেও উল্লেখ করা হয়। পাশাপাশি তার আরেক ঘনিষ্ঠজন নাজমুল আলম সজলকে শিশু সাদমান সাকিকে অপহরণকারী হিসেবেও উল্লেখ করে সভা সমাবেশ হয়েছে নগরে। তাছাড়া সাংসদের ছেলের সম্বন্ধি বিকির নামে মামলা দায়ের। ব্যবসায়ী সংগঠনের পক্ষে টিটু নাজমুল ইস্যুতে আল্টিমেটাম। সব মিলিয়ে গত কদিন ধরে বেশ উত্তাপ ছড়াচ্ছিলো শহরের পরিবেশ।
তবে, এতকিছুর মধ্যেও নিশ্চুপ ছিলেন সাংসদ শামীম ওসমান। বলেননি কোনো কথাই। এ নিয়ে তার কর্মীদের মধ্যেও বিরাজ করছিলো নানা আলোচনা সমালোচনা। অন্যদিকে সাংসদের নিন্দুকেরা এ নিয়ে ছড়াচ্ছিলো নানা কুৎসা। যার ফলে শনিবারের কর্মী সম্মেলন বা সভাটি অনেকের কাছেই অত্যন্ত গুরুত্ববহন করে। সবারই এখন আগ্রহ, কী বলবেন সাংসদ শামীম ওসমান, কর্মীদেরকেই বা কী দিকনির্দেশনা দিবেন, তা জানার জন্য।