শিক্ষকরাই উপরে উঠার সিঁড়ি: এমপি খোকা

লাইভ নারায়ণগঞ্জ: ‘তোমরা কোমলমতি শিশুরা আজকে এখানে বসে আছো আগামীতে এ দেশের নেতৃত্বে দিবে, বাড়ীতে বাবা মাদের যেমন শ্রদ্ধা করবে, তাদের কথা শুনবে। ঠিক স্কুলের শিক্ষকরা তোমাদের গুরু তাদের সন্মান করবে। কারণ তারা তোমাদের স্কুল কলেজে শিক্ষা দান করেন তারাই তোমাদের উপরে উঠার সিড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলেই শিক্ষা ও উন্নয়ন ক্ষেত্রে অতুলনীয় পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নতুন বভনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।

বিদ্যালয়ের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌহিদ এলাহী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।