শিক্ষার্থীদের ঘন্টাব্যাপি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সু-প্রভাত পরিবহনের বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহতের ঘটনার দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

এ করণে এ মহাসড়কের দুই পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। সিদ্ধিরগঞ্জের সরকারী আদমজীনগর এম. ডব্লিউ. কলেজ এবং সানারপাড় রওশনারা কলেজের প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী সড়কে অবস্থান নেয়।

নিরাপদ সড়কের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপুর সাড়ে ১২টা থেকে শিমরাইলস্থ চিটাগাংরোড ইউটার্ন মোড় এলাকায় অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ‘স্বাভাবিকভাবে বাঁচতে দিন, না পারলে স্বাভাবিকভাবে মৃত্যুর সুযোগ দিন’, ‘সড়ক দুর্ঘটনায় মৃত্যু আর নয়’, ‘নিরাপদ সড়ক চাই’ লিখিত ব্যানার ও জাতীয় পতাকা হাতে নিয়ে এবং মাথায় বেঁধে এই সড়কে চলাচলারত সকল যানবাহন থামিয়ে যানবাহন এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স চেক করে গাড়ি চলাচল করতে দেয় আন্দোলনরতরা।

পরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সাথে কথা বললে শিক্ষার্থীরা অবরেধা প্রত্যাহার করে। প্রায় একঘন্টা পর এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই দাবির সাথে আমরাও একমত। তাদের দাবিগুলো যৌক্তিক হওয়ায় আমরাও তাদের আন্দোলনের সাথে আছি। তবে আন্দোলনের নামে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।