শিক্ষার্থীদের প্রতি হাসিনা গাজী ‘তোমাদেরই সোনার বাংলা গড়তে হবে’

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেমিক নাগরিক হতে হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকায় গন্ধর্বপুর বহুমু‌খি উচ্চ বিদ্যাল‌য়ে বার্ষিক ক্রীড়া প্র‌তি‌যোগীতা, পুরস্কার বিতরণী ও ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, “যে সোনার বাংলার জন্য একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, আজ সেই প্রত্যাশিত স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শিক্ষার্থী‌দের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। জ্ঞান ও মেধায় অনন্য হয়ে জাতিকে পথ দেখাতে হবে। বিজ্ঞানভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়তে হলে বর্তমান প্রজন্মকে অবশ্যই নিয়ম-শৃঙ্খলা মেনে নিয়মিত পাঠ গ্রহণ এবং পড়াশোনায় মনোযোগী হতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে আলোকিত মানুষ গড়তে আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রতিটি বাচ্চার মধ্যে স্বপ্ন আছে, যোগ্যতা আছে শুধু আমাদের তা ফুটিয়ে তুলতে হবে। বিদ্যালয় গুলো যেন প্রকৃত মানুষ গড়ার কারখানা হিসেবে গড়ে উঠে।”

হা‌সিনা গাজী ব‌লেন, “বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ; প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই ধারাকে আগামীতেও অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বিশ্বের প্রতিটি দেশ ও জাতির কৃষ্টি-কালচার, অর্থনীতি-রাজনীতি বিষয়ে তাদেরকে ধারণা রাখতে হবে।”

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন মৌসুমী গ্রুপ অব ইন্ডা‌ষ্ট্রি‌জের চেয়ারম্যান ও গন্ধর্বপুর বহুমু‌খি উচ্চ বিদ্যাল‌য়ের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি খা‌দিজা খাতু‌ন।

সভাপ‌তির বক্ত‌ব্যে খা‌দিজা খাতু‌ন ব‌লেন, “শিক্ষা ও মেধায় নারী-পুরুষ সমান তালে এগিয়ে যেতে হবে। পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বাড়াতে হবে। এক্ষেত্রে পুরুষদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

তিনি বলেন, “এখন যিনি উন্নয়ন ও আধুনিকতার রোলমডেল হয়ে দেশকে শাসন করছেন- তিনি নারী। জাতীয় সংসদের স্পিকারও একজন নারী। বিভিন্ন পর্যায়ের প্রতিটি খাতে দক্ষতার সঙ্গে কাজ করছেন নারীরা।”

অনুষ্ঠা‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা যুবলী‌গের সহসভাপ‌তি জাহাঙ্গীর আলম, তারা‌বো পৌরসভার ১নং ওয়ার্ড কাউ‌ন্সিলর র‌ফিকুল ইসলাম ম‌নির, তারা‌বো পৌরসভা যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ছা‌রোয়ার হো‌সেন রা‌ছেল, গন্ধর্বপুর বহুমু‌খি উচ্চ বিদ্যাল‌য়ের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস্য ডাক্তার মাকসুদুল আলম, ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস্য না‌সির উ‌দ্দিন ও প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহাসহ অনেকে।