লাইভ নারায়ণগঞ্জ: নব্বই দশকের দিকে ‘বাংলাদেশ’ ছিল তুলনামূলক অচেনা একটি নাম। তবে এখন, এটি বিশ্বব্যাপী এক বিস্ময়ের নাম। সম্ভাবনার দিগন্তে বিভিন্ন দেশে উড়ছে বাংলাদেশের পতাকা। প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে দেশের উন্নয়ন প্রকল্প একের পর এক পেখম মেলে দাঁড়াচ্ছে।’
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এর আগে, বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তন ছাত্রছাত্রীদের পূণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
দেশের উন্নয়নের ধারা ধরে থাকবে বলে আশাবাদী হয়ে মন্ত্রী বলেন, কেউ আমাদের থামাতে পারবে না, বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবেই। বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।
মন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় নজিরবিহীন সাফল্য এনেছে। বছরের প্রথম দিনে সকল প্রাইমারি, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় বিনামূল্যে বই বিতরণ সারা বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা। সরকার দেশের প্রায় সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছে। পিএসসি ও জেএসসি পরীক্ষা পদ্ধতি প্রণয়নের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। ২৪ হাজার স্কুল-কলেজ-মাদ্রাসায় ল্যাপটপ ও মাল্টিমিডিয়া ক্লাসরুমম তৈরি করে দেয়া হয়েছে। সব শিক্ষাস্তরে তথ্যপ্রযুক্তিকে আলাদা বিষয় হিসেবে অস্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল গঠন করে স্নাতক পর্যšন্ত উপবৃত্তির আওতায় আনা হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এসেছে পরিবর্তন।
সবশেষে তিনি বলেন, সফলতা অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই সরকারের উন্নয়ন সম্পর্কে আমাদের জনগণকে জানাতে হবে। উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে জনসাধারণের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে পৃথিবীর অন্যান্য বড় বড় দেশের সঙ্গে তাল মিলিয়ে সব ক্ষেত্রে বাংলাদেশ নিজেদের যোগ্যতার জানান দিচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গুলশান আরা বেগম, গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তার, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী আকবর, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল।
এছাড়াও ছিলেন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, উপজেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন কুমার ঘোষ, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিন ও জামাল উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আল আমিন আহমেদ, গোলাকান্দাইল দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মিয়া ও প্রধান শিক্ষক উম্মে কুলসুমসহ অনেকে। গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।