শীতলক্ষ্যা নদী থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের (৩০) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) দুপুর পৌনে ২টায় সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পিছনে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় ঐ যুবকের লাশটি উদ্ধার করা হয়। লাশটি পচন ধরায় তার চেহারা চেনা যাচ্ছে না।

লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে দুপুর ১২টার দিকে শীতলক্ষ্যা নদীতে ট্রলার দিয়ে যাওয়ার সময় এক অজ্ঞাত ব্যক্তি ৯৯৯ ফোন দিয়ে নদীতে একটি লাশ ভাসছে খবর দিলে ঘটনাস্থলে আসেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ সঙ্গীয় ফোর্স। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ ও পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ জানায়, লাশটি পচন ধরায় তার চেহারা চেনা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।