শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতেছে ইসদাইর চন্দা

ক্রীড়া করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শ্বাসরুদ্ধকর ম্যাচ শেরেষ জিতলো ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব। তাদের প্রতিপক্ষ ছিলো সাহারা ক্রিকেট ক্লাব।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

ব্যাট করতে নেমে সাহারা ক্রিকেট ক্লাব ৪৪ ওভারে ১০ উইকেট খুইয়ে ১৬৩ রান তোলে। দলের অভিজ্ঞ খেলোয়াড় রুবেল ফিরেন ৪৯ রানে। শিহাব ২১, সামির ২১, স্বপন ১৭, মুসা ১০ রানে আউট হন। ইসদাইর চন্দার জুবায়ের পান ৪ উইকেট।

জবাব দিতে গিয়ে মিডলঅর্ডারের ব্যর্থতায় ম্যাচ হারতে বসেছিল ইসদাইর চন্দা। কিন্তু নবম উইকেট জুটিতে আলআমিন-২ ও শেষ ব্যাটসম্যান ফারদিন মিলে অবিশ্বাস্য এক জয় উপহার দিয়েছে দলকে। তাদের জুটিতে রান আসে ৪২। আলআমিন-২ অপরাজিত থাকেন ৫২ রানে। ফারদিন অপরাজিত থাকেন ২৩ রানে। এর আগে শাওন ৩০,হযরত ১৪,জুবায়ের ১২ এবং রাসেল আউট হন ১০ রানে। সাহারা ক্রিকেট ক্লাবের নাইম ও জাহাঙ্গীর পান ৩টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ সাহারা ক্রিকেট ক্লাব-১৬৩/১০(৪৪ ওভার) রুবেল-৪৯,শিহাব-২১,সামির-২১,স্বপন-১৭,মুসা-১০। অতিরিক্ত-৩৮। জুবায়ের-৪/২৫।

ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাবঃ ১৬৭/৯(৪৬.১ ওভার) আলআমিন(২) *৫২, ফারদিন-*২৩, শাওন-৩০, হযরত-১৪, জুবায়ের-১২, রাসেল-১০। অতিরিক্ত-১৭। নাইম-৩/২৮, জাহাঙ্গীর-৩/৩৬।