শ্বাসরোধে হত্যা: সন্দেহভাজন ব্যক্তি পুলিশের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে শ্বাসরোধ করে হত্যার অপরাধে ঘাতককে ২ দিনের রিমান্ডে নিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। রিমান্ডপ্রাপ্ত আসামীর নাম মো. নুর হোসেন ওরফে নুরা (৩৬)। পর্বাচল উপশহর ৮নং সেক্টর এলাকার আবু হাকিম এর ছেলে সে।
সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে আসামীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহামেদ হুমায়ূন কবীর এর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এজহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ই মে সকাল রূপগঞ্জ থানাধীন রঘুরামপুর লাল মাটিয়া পূর্বাচল ২১নং সেক্টরের একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রের পুলিশ। পরবর্তীতে মৃত্যুর সঠিক তথ্য নির্ণয় করতে লাশটি মর্গে প্রেরণ করা হয় এবং সে সময় উপস্থিত থাকা ৫ জন স্বাক্ষী হুমায়ূন, আরমান খান, আলাউদ্দিন খান, সাইফুল ইসলাম ও সুমনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ময়না তদন্তের পরে জানা যায়, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ভিকটিমকে।

রুপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক নিয়ন্ত্রন মো. কাইউল খান বলেন, হত্যা মামলাটির প্রাথমিক তদন্তে জানা যায়, আসামী নুরাসহ তার সহযোগীরা প্রতিরাতে মাদক সেবনের জন্য বিভিন্ন রকমের অপর্কম, ছিনতাইসহ মানুষ হত্যাও করে থাকে। তারা এ ঘটনার সাথে জড়িত। তাই মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামী নুরাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হচ্ছে।