লাইভ নারায়ণগঞ্জ: দেশের নীটওয়্যার খাতে কর্মরত শ্রমিকদেরকে বায়োমেট্রিক ডাটাবেজের আওতায় আনতে ২০১৭ সাল থেকে কাজ করছে বিকেএমইএ। ডাটাবেজ তৈরিতে বিকেএমইএ-কে সহযোগিতা করছে সিএসএল সফটওয়্যার রিসোর্স লি.।
বুধবার (১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করে বিকেএমইএ।
বিকেএমইএ’র ঢাকা কার্যালয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি ফজলে শামীম এহসান এবং সিএসএল সফটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম।
এ সময় বিকেএমইএ’র পরিচালক মোস্তফা জামাল পাশাসহ দুই প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস্ খাতে শ্রমিক ডাটাবেইজ বাধ্যতামূলক করে সরকার। এ লক্ষ্যে ২০১৭ সাল থেকে সদস্য প্রতিষ্ঠানে ওয়ার্কার্স বায়োমেট্রিক ডাটাবেইজ বাস্তবায়ন করছে বিকেএমইএ। এ পর্যন্ত নারায়ণগঞ্জ, ঢাকা ও চট্টগ্রামের ৭০৫ টি নীটওয়্যার কারখানার ৯ লক্ষ ৯২ হাজার ৭২৬ জন শ্রমিককে বায়োমেট্রিক ডাটাবেজের অন্তর্ভুক্ত করেছে বিকেএমইএ।