স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে সংরক্ষিত নারী সাংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৪ মার্চ হতে চলেচে ‘ভোট গ্রহণ কার্যক্রম’।
রোববার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের ৪৫তম সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে রাজধানীর আগারগাওয়ে এ কথার জানান দেন ইসি সচিব হেলালদ্দীন আহমদ।
সেখানে তিনি আরও জানান, ১১ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল, ১২ ফেব্রুয়ারি যাচাই এবং ১৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ঠিক করা হয়।
উল্লেখ্য, আসন বন্টন বিদ্যমান আইন অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। তাদের জন্য নির্ধারিত নির্বাচনী এলাকা নেই। সে ক্ষেত্রে দল বা জোটের প্রাপ্ত আসনের ভিত্তিতে মহিলা আসন বন্টন হয়। অপরদিকে, বিএনপি জাতীয় নির্বাচনের শপথ বাক্যপাঠ করার পর প্রার্থী দিতে পারবেন। তার আগে সেই আসনপি স্থগিত থাকবে বলেও নিশ্চিত করিয়েছেন ইসি।