সংসদ নির্বাচন শেষ, এবার টার্গেট উপজেলা পরিষদ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল শেষ না হতেই আবারো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হচ্ছে নারায়ণগঞ্জে। আগামী মার্চে মধ্যেই নারায়ণগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করতে পারে নির্বাচন কমিশন।

নির্বাচন ভবনে বুধবার (২ জানুয়ারি) ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের হাতে সময় নেই। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা আর এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় আছে কেবল মার্চ মাসে। তাই এ সময়টাই বেছে নিতে চায় কমিশন।

জানা গেছে, গত ২০১৪ সালের মার্চে জেলার সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া বন্দর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো জুন মাসে। তবে ২০০৯ সাল থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

তবে কবে নাগাত নির্বাচন করবে, সেই দিনক্ষণ নির্ধারণ করেনি ইসি। নির্বাচন কয়েক ধাপে হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তবে গতবার নির্দলীয় ভোট হলেও এবার দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, যেসব উপজেলা পরিষদের মেয়াদ জুলাই মাসে শেষ হচ্ছে ওই সব উপজেলার নির্বাচন ৩১ মার্চের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। জুলাইয়ের পরে যেসব উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে সেগুলোর নির্বাচন পরবর্তীতে সুবিধাজনক সময়ে ঘোষণা করা হবে।

উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, মেয়াদ পূর্তির আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, আমরা উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করলেই কার্যক্রম শুরু করবো।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments