সমাজের সর্বস্তরের বিবেকবান মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: ঝন্টু কাউন্সিলর

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জননেতা জমসের আলী ঝন্টু বলেছেন, প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মাদক ব্যাধিতে আমাদের চারপাশের কমবেশী সবাই আক্রান্ত। এর ভয়াবহ সোবলের হাত থেকে কিশোর-যুবকদের পাশাপাশি কিশোরী কিংবা যুবতি মেয়েরাও আজ নিস্তার পাচ্ছেনা। তাই সমাজের সর্বস্তরের বিবেকবান মানুষকে মাদকের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ হতে হবে, এবং কাধেকাধ মিলিয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজের আয়োজনে তল¬া, নগর খানপুর ও কিল¬ারপুল এলাকায় প্রচারপত্র বিতরন কালে তিনি এসব কথা বলেন।

প্রচারপত্র বিতরণ কালে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি বলেছেন, আমরা ৭১’-এ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম এবার আরেকটা যুদ্ধ করে মাদক মুক্ত একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।

সংগঠনের আহ্বায়ক বদরল হক বলেছেন, মাদক কারবারীদের প্রতিরোধের পাশাপাশি মাদকাসক্তকে একজন অসু¯হ মানুষ বিবেচনায় তার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, ভালোবাসা আদরে তার পাশে দাড়াতে হবে ।
মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ-এর সদস্য সচিব আবু হাসান টিপুর নেতৃত্বে তল¬া ছোট মসজিদ সংলগ্ন ১১নং কাউন্সিলার কার্যালয় থেকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রচারপত্র বিতরণ কার্যক্রম টি শুরু হয়ে খানপুর বাজার এলাকাতে গিয়ে সমাপ্তি ঘটে।

এসময় পাঠানটুলি সমাজকল্যান কল্যান পরিষদের অন্যতমনেতা নূর হোসেন বলেছেন, সমাজের সকল বিবেকবান মানুষ প্রতিরোধ গড়ে তুললেই মাদক কারবারিরা শান্তির পথে ফিরে আসতে বাথ্য হবে বলে আমি বিশ্বাস করি ।

দিনব্যাপী এই প্রচার কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ-এর যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম আরজু, খোকন রাজ, বীরমূক্তিযোদ্ধা আকরাম হোসেন বাচ্চু, বীরমূক্তিযোদ্ধা আঃ আজিজ, বীরমুক্তিযোদ্ধা জসিম, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, জামাল হোসেন, ম›জুর হোসেন সর্দার, সাংবাদিক নুরুজ্জামান কাওসার, নুর হোসেন, নিমাঈ, নাসিম, বাবুল, কৃষ্ণা, অদুদ, ফারুক, ফজলু, আলি হোসেন, ইয়াসিন, জাভেদ, রবিন, সাজু, অপু, নীলয় প্রমূখ।