লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে সামাজিক দুরত্ব বজায় রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে বন্দর থানা অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে পুলিশের ওপেন হাউজ ডে পলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা সংক্রমণে অনেকেই আক্রান্ত হচ্ছে, এর কারন হচ্ছে অসচেতনতা। অসচেতন থাকার কারনে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে। দয়াকরে মাস্ক ছাড়া কেউ বাইরে বের হবেন না। সমাজ বির্নিমানে জনসচেতনতার কোন বিকল্প নাই। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স দেয়া আছে। মাদকের বিরুদ্ধে আমরা সকলে সোচ্চার হই। মাদককে আমরা না বলি। আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন। মাদক ব্যবসার সাথে যে দলেরই লোক সম্পৃক্ত থাকুক সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। কোন আপোষ চলবেনা। আমরা আশ্বস্ত করতে চাই সঠিক তথ্য পেলে মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশী অভিযান চলমান থাকবে।
বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহসীন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বন্দর থানা সেকেন্ড অফিসার মো. মোদাচ্ছের, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন’র ২১নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর শাহীন মিয়া, সোনাকান্দা এলাকার সমাজ সেবক মো. শহিদ মিয়া প্রমূখ।