স্টাফ করেসপন্ডেন্ট,লাইভ নারায়ণগঞ্জ: ভালো কাজ করতে গেলে পিছন থেকে ধাক্কা আসবে না, কিন্তু পিছন থেকে টান আসবে। ভালো কাজে সবাই সমর্থন দেয় না। যখনই কোনো খারাপ কাজ করতে যাবেন তখন পিছন থেকে কেউ একজন ধাক্কা দিবে। শিক্ষার্থীদের ভালো কাজের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে।
শনিবার (৩০ মার্চ ) দুপুরে সরকারি মহিলা কলেজ মাঠে নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলার ৫ আসনের সাংসদ সেলিম ওসমান এ কথা বলেন। সরকারি মহিলা কলেজের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর বেদৌরা বিনতে হাবিব।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিয়ালের সভাপতি খালেদ হায়দার খান কাজল, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ, নারায়ণগঞ্জ কলেজ অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, সরকারি মহিলা ও তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ ড. শিরিন বেগম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ দবিউর রহমান এছাড়াও সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থী বৃন্দ।
সেলিম ওসমান বলেন, ভালো কাজটা যখন সফলতার সাথে শেষ হয়। তখন মানুষ বলে এই লোকটা সফলতার সাথে ভালো কাজটা শেষ করেছে। আমাকে সুন্দর করে কলেজের একটি ডিজিটাল প্লান দেয়া হোক। যে পরিকল্পনা অনুযায়ি কাজ করলে ছাত্র-ছাত্রীদের মনের কথা পূরণ হবে।
তিনি বলেন, সরকারি কাজ গুলো খুব স্লো হয়। তাদের থেকে কোন কাজের জন্য অনুমতি নিয়ে আসতে অনেক সময় লেগে যায়। আমি যদি এখানে কোন অনুদান দেই তাতেও সরকারের অনুমতি নিতে হবে। যদিও এই কলেজের নবীণ বরণ অনুষ্ঠানটি এর আগে হওয়ার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারনে আমি সময় দিতে পারেনি। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরে সরকারি তোলারাম কলেজ, মহিলা কলেজ এবং নারায়ণগঞ্জ কলেজের সকল ছাত্রীদের নিয়ে একটি জমকালো অনুষ্ঠান আয়োজন করার নির্দেশ দেন। সেটা এপ্রিলের যে কোন সময় করতে বলেন। সেখানে শিক্ষার্থীদের পন্থাভাত খাওয়ানো হবে।