লাইভ নারায়ণগঞ্জ: রোববার বিদ্যার দেবী সরস্বতী পূজা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। ম-প, পাড়া-মহল্লা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যান্ডেল ও আলোকসজ্জা করা হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
তিন দিনব্যাপী সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জোড় প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। মনোবাসনা ও জ্ঞান-বিদ্যার পূর্ণতায় কল্যাণময়ী বিদ্যার দেবীর বন্দনায় তৈরি করছেন ম-প, সাজাচ্ছেন স্কুল-কলেজের আঙিনা।
এছাড়া রংতুলির ছোঁয়ায় সাজানো হচ্ছে দেবীকে। নিখুঁতভাবে স্বরস্বতীকে উপস্থাপনের জন্য দিন-রাত কাজ করছেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মন্দির প্রাঙ্গণে টাঙানো হয়েছে বড় প্যান্ডেল। প্রতিমা সংগ্রহ করছেন ভক্তরা। ফুল, বেলপাতা, ধুপধুনো আর ফলফলাদি আনতেও ব্যস্ত সময় পাড় করছেন শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমল কান্তি সাহা জানান, ১০ ফেব্রুয়ারি সকাল ৯টায় পুজারম্ভ হবে, পুস্পাজ্ঞলি নিবেদন হবে ৯টা ৪৫ মিনিটে, সাড়ে ১০টায় হবে প্রসাদ বিতরণ ও সন্ধ্যা সাড়ে ৫টায় হবে শিক্ষার্থীদের আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়ন।
প্রতিমা বিসর্জন ও বিজয় মিছিলের মধ্য দিয়ে আগামী মঙ্গলবার রাতে শেষ হবে সরস্বতী পূজা।