লাইভ নারায়ণগঞ্জ: ডেইলী নিউ নেশন পত্রিকার সহকারী সম্পাদক এ.আর ফররুখ আহমেদ (খসরু) ছেলে তাহসিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে।
তাহসিন ডেমরার শামসুল হক খান ইংলিশ ভার্সন স্কুল থেকে পঞ্চম শ্রেণীতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। বাবা এ.আর ফররুখ আহমেদ (খসরু) ও মা তাপসী রাবেয়া আহমেদের একমাত্র পুত্র তাহসিন ।
তাহসীনের এ সাফল্যে দাদা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ, দাদি বেগম খুরশীদা ফিরোজ ও চাচা দৈনিক ভোরের ডাকের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থী।