লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার ১ নং সাতগ্ৰাম ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ২ কোটি ৮৩ লক্ষ ৮৪ হাজার তিনশত টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে সাতগ্ৰাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উম্মুক্ত এক সভায় এ বাজেট পেশ করা হয়।
সাতগ্ৰাম ইউনিয়ন ইউনিয়নের সচিব ইমারত হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবের রহমান রোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতগ্ৰাম ইউপির মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ- আলম মোল্লা গোলবক্স, সাতগ্ৰাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবলু, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মুকুল, পুরিন্দা বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন রতন। এছাড়াও সকল ওয়ার্ড এর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণা শেষে ওই ইউনিয়নের মধ্যে যাদের সন্তান প্রসব হওয়ার একদিনের মধ্যে জন্ম নিবন্ধন করেছেন সেই সব দম্পতির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।