সানারপাড়ে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত

সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সড়ক দুর্ঘটনায় সিদ্ধিরগঞ্জে হাছান (৩০) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টায় এ ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায়।

পুলিশ ঘাতক গাাড়িটিকে আটক ও চালককে গ্রেফতার করেছে।

সিদ্ধিরগঞ্জের থানার উপ-পরিদর্শক শাহিদুল জানায়, বিকাল সাড়ে ৫টায় অটোরিক্সা চালক হাছান অন্য একটি রিক্সার যাত্রী হয়ে পিডিকে পাম্পের টার্নিং দিয়ে সানারপাড় স্টান্ডে আসছিল।

এসময় ঢাকা থেকে মনোহরদীগামী একটি মিনিবাস (ঢাকা মেট্টো-ব-১২-৩৭৩) রিক্সাটিকে ধাক্কাদিলে ঘটনাস্থলে নিহত হয় হাছান। এসময় উপস্থিত লোকজন গাড়িটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে আটক ও চালক তানিমকে গ্রেফতার করে।

নিহত হাছানের পিতার নাম গিয়াসউদ্দিন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন বুড়িংচর এলাকায়। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় জনৈক হোসেনের বাড়ির ভাড়াটিয়া।