সাবেক পিপি অ্যাড. সুলতানুজ্জামান আর নেই

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট সুলতান উজ জামান শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর ।তিনি স্ত্রী এক ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শনিবার রাত ৯ টায় নামাজে জানাজা শেষে বন্দরে দেউলী চৌরাপাড়া কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সুস্থ সুন্দর পরিবেশে বন্দরে এসএসসি পরীক্ষা শুরু

সুস্থ সুন্দর পরিবেশে বন্দরে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তিনটি কেন্দ্রের পাঁচটি ভেনুতে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্র সচিব আজিজুর রহমান জানান,বন্দরে সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪শ ৮ জন। এর মধ্যে ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments