লাইভ নারায়ণগঞ্জ: ৫১ রানে জয় পেয়েছে এমএমএস ক্রিকেট একাডেমী। তারা হারিয়েছে শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমীকে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ৪র্থ দিনের খেলায় সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এমএমএস ক্রিকেট একাডেমী।
৪২ ওভার ৪ বলে তারা ১৭৮ রান তোলে সব উইকেট হারিয়ে। ওপেনার সৈকত করেন ৬৭ রান। মাহি বিন ফয়সাল আউট হন ৪৩ রানে। আল আমিন রায়হান করেন ২৪। শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমীর সাইফুল পান ৫ উইকেট। মোফাচ্ছেল ৩টি ও শাকিল পান ২ উইকেট।
জবাব দিতে গিয়ে এমএসএস’র স্পিন বোলিং তোপে দিশেহারা হয়ে যায় শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমীর ছেলেরা। মোফচ্ছেল ২০,সাইফুল ১৫ এবং অধিনায়ক শাকিল ফিরেন ১৫ রানে। শরিফ ১২ ও রায়হান করেন ১১ রান। এমএমএস’র নুরুল হাসান রোমান ৪টি এবং আরমান ২টি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর-
এমএমএস ক্রিকেট একাডেমী: ১৭৮/১০(৪২ ওভার ৪ বল) সৈকত-৬৭, মাহি বিন ফয়সাল-৪৩, আলআমিন রায়হান-২৪। অতিরিক্ত-২০। সাইফুল-৫/২৬, মোফচ্ছেল-৩/২৬, শাকিল-২/২৪।
শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী: ১২৭/১০(৪৮ ওভার) মোফচ্ছেল-২০, সাইফুল-১৫, শাকিল-১৫, শরিফ-১২, রায়হান-১১। অতিরিক্ত-২৩। নুরুল হাসান রোমান-৪/১৯, আরমান-২/১৯।