স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফায়ার লাইসেন্স না থাকা এবং অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় নগরীর ২টি প্রাইভেট হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৫মার্চ) দুপুরে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরেফিন এবং কামরুল ইসলাম মারুফ এ অভিযান পরিচালনা করেন।
প্রাইভেট হাসপাতাল দুইটি হলো নগরীর বঙ্গবন্ধু রোড এলাকার সিটি লাইফ হাসপাতাল ও করতোয়া মেডিকেল সার্ভিস। এসময় পর্যাপ্ত অগ্নি নিরবাপক এর ব্যবস্থা করতে হাসপাতালগুলোকে সময় বেধে দিয়েছে ম্যাজিস্ট্রেটগন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা মো. উজ্জল হোসাইন জানান, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে বিভিন্ন হাসপাতালগুলোতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যাবস্থা আছে কিনা, অগ্নি নিরবাপক যন্ত্রের মেয়াদ আছে কিনা এবং ফায়ার লাইসেন্স আছে কিনা তা খতিয়ে দেখা হয়। এসময় ফায়ার লাইসেন্স না থাকা এবং অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় নগরীর ২টি প্রাইভেট হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।