সিদ্ধিরগঞ্জে আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব পালিত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে নতুন বছরের প্রথম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারী) সকাল ১০টা থেকে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়।

নতুন বছরের প্রথম দিনে এ উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় বই বিতরণ উৎসবের। সিদ্ধিরঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের নূরে মদিনা দাখিল মাদ্রাসা, সফুরা খাতুন পাইলট বালিকা বিদ্যালয়, আদমজী উম্মূল ক্বোরা স্কুল এবং নাসিক ১০নং ওয়ার্ডের গোদনাইল উচ্চ বিদ্যালয়, গোদনাইল উত্তর সরকারী বালক প্রাথমিক বিদ্যালয় ও গোদনইল উত্তর সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় এই বই বিতরণ উৎসবের। এসব শিক্ষা প্রতিষ্ঠানের বই বিতরন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান মতি। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঘুরে ঘুরে উক্ত শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে তিনি বই বিতরণ করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ও নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, নূরে মদিনা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাহবুবুর রহমান, আদমজী উম্মূল ক্বোরা স্কুলের প্রধান শিক্ষক হাকীম মোঃ জয়নুল আবেদীন, সফুরা খাতুন পাইলট বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্র চন্দ্র সরকার, গোদনাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ মিয়া, গোদনাইল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি কাজী নাজিম উদ্দিন, মীর জহিরুল আনোয়ার, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি শেলিনা শফিক, সফুরাখাতুন পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অকিল উদ্দিন ভূইয়া, ফারুক হোসেন, আদমজী বিহারী ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত হোসেন ও জাহাঙ্গীর কবিরসহ প্রমূখ।

প্রধান অতিথি মতিউর রহমান তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতাকালীন সময়ে দেশের সব সেক্টরে উন্নতির সাথে সাথে শিক্ষাখাতেও ব্যাপক উন্নতি হয়েছে। বিগত ১০বছর আগেও বছরের প্রথম দিনে তো দূরে থাক বছরের শেষ সময়েও নতুন বই পাওয়া ছিলো দুরহ বিষয়। কিন্তু জনননেত্রী শেখ হাসিনা তার সময়ে বছরের প্রথম দিনেই নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে। গত দু’দিন আগে দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো। তারপরও তোমাদের নতুন বই দেওয়ার ক্ষেত্রে এর কোন প্রভাব পরেনি। ঠিকই নতুন বছরের প্রথম দিনে সবার হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের মাননীয় সাংসদ শামীম ওসমান সাহেবও তোমাদের জন্য অনেক উন্নয়নের কাজ করেছে বিগত সময়ে। তোমাদের বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে তিনি অনুদান এনে দিয়েছেন। তোমাদের পড়ালেখার মানের উন্নয়নের জন্য তিনি নারায়ণগঞ্জে একটি ভালো মানের বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই তোমাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের জন্য দোয়া চাই। যেনো আল্লাহ উনাদের দুজনকে দীর্ঘায়ু দান করেন এবং সুস্থ্য রাখেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments