লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল অরোহী জামিলুর রহমান রাজু (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় চালকসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহত জামিলুর রহমান রাজু নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর চাপাতলী এলাকার মৃত কেরামত আলীর ছেলে।
প্রথত্যদোষীর বরাদ দিয়ে পুলিশ জানায়, রাজু তার মোটর সাইকেলে করে শিমরাইল মোড় থেকে আদমজীর দিকে যাচ্ছিল। সে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় একটি কাভার্ডভ্যান ওভারটেক করার সময় ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে মোটরসাইকেলে আরোহী রাজু গুরুতর আহত হলে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে শিমরাইলের সুগন্ধা হাসপাাতলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।